১) একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী অংশে প্রাবল্য EE, পাতদুটির মধ্য দুরত্ব dd এবং ক্ষেত্রফল AA হলে ধারকটিতে সঞ্চিত শক্তি-

a) 12ε0E2\frac{1}{2} \varepsilon_0 E^2
b) E2Adε0\frac{E^2 A d}{\varepsilon_0}
c) 12ε0E2
d) ε0E


২) ১ সেমি ও ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলকের আধান যথাক্রমে 1×102C-1 \times 10^{-2} C এবং 5×102C5 \times 10^{-2} C

যদি গোলক দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তবে বড় গোলকটির আধান হবে -
a) 2×102C





   

b) 3×102C3 \times 10^{-2} C

c) 4×102C4 \times 10^{-2} C
d) 1×102C1 \times 10^{-2} C


৩) EE প্রাবল্য বিশিষ্ট একটি ক্ষেত্রে pp দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট একটি দ্বিমেরু রাখা হল।

pp এর অক্ষ প্রাবল্যের অভিমুখের সাথে θ\theta কোন উৎপন্ন করে θ=90\theta = 90^\circ অবস্থানে স্থিতিশক্তি শূন্য হয়।
ধরে নিলে দ্বিমেরুর ক্রিয়াশীল টর্ক ও স্থিতিশক্তি হবে -
a) pEsinθ,pEcosθpE \sin\theta, -pE \cos\theta
b) pEsinθ,2pEcosθpE \sin\theta, -2pE \cos\theta
c) pEsinθ,2pEcosθpE \sin\theta, 2pE \cos\theta
d) pEcosθ,pEsinθpE \cos\theta, -pE \sin\theta


৪) একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে চারটি আধান Q,q,2q,2Q-Q, -q, 2q, 2Q রাখা আছে।

বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হলে-
a) Q=qQ = -q
b) Q=1qQ = -\frac{1}{q}
c) Q=qQ = q
d) Q=1qQ = \frac{1}{q}


৫) aa বাহু বিশিষ্ট একটি ঘনকের একটি কোণায় qq আধান রাখা আছে।

ঘনকটির মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সের সংখ্যা-
a) 2qε0\frac{2q}{\varepsilon_0}
b) q8ε0\frac{q}{8\varepsilon_0}
c) qε0\frac{q}{\varepsilon_0}
d) q2ε06a2\frac{q}{2\varepsilon_0 6a^2}

৬) একটি বাহু বিশিষ্ট ABC ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে +Q আধান রাখা আছে। BC ও AC এর মধ্য বিন্দু যথাক্রমে D ও E। তাহলে D থেকে E তে আধান স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হবে:
a) 3Q4πϵ0a\frac{3Q}{4\pi\epsilon_0 a}
b) 3Q8πϵ0a\frac{3Q}{8\pi\epsilon_0 a}
c) qQ4πϵ0a\frac{qQ}{4\pi\epsilon_0 a}
d) শূন্য

৭) কোন একটি বিন্দুর (x,y,z)(মিটারে) বিভব V=4x2V = 4x^2 (Volt/মিটার এককে) হলে, (1,0,2) বিন্দুতে তড়িৎক্ষেত্রের মান হবে:
a) 8 along -ve x-axis
b) 8 along +ve x-axis
c) 16 along -ve x-axis
d) 16 along +ve x-axis


2011 PRE

৮) RR ব্যাসার্ধ বিশিষ্ট একটি গাউসীয় তলের ক্ষেত্রে যদি তলটির ব্যাস দ্বিগুণ করা হয় তবে নির্গত ফ্লাক্সের সংখ্যা:
a) চার গুণ বৃদ্ধি পাবে
b) কমে অর্ধেক হয়ে যাবে
c) একই থাকবে
d) দ্বিগুণ হবে

৯) একটি সমান্তরাল পাত ধরকের পাতদ্বয়ের মধ্যস্থলে সুষম ক্ষেত্রপ্রাবল্য EE (V/m); যদি পাতদ্বয়ের মধ্যে দূরত্ব dd (মিটারে) এবং পাতদ্বয়ের ক্ষেত্রফল AA (মিটার2^2) হলে ধরকের সঞ্চিত শক্তি (UU) হবে:
a) E2Adϵ0\frac{E^2 A d}{\epsilon_0}
b) 12ϵ0E2\frac{1}{2} \epsilon_0 E^2
c) ϵ0EAd\epsilon_0 E A d
d) 12ϵ0E2Ad\frac{1}{2} \epsilon_0 E^2 A d

১০) 2L2L বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজের চারটি কোনিক বিন্দুতে +q, +q, -q, -q আধান রাখা আছে। তাহলে মাঝ বিন্দু A তে তড়িৎ বিভব হবে:
a) 2q4πϵ0L(1+15)\frac{2q}{4\pi\epsilon_0 L} (1 + \frac{1}{\sqrt{5}})
b) 2q4πϵ0L(115)\frac{2q}{4\pi\epsilon_0 L} (1 - \frac{1}{\sqrt{5}})
c) 2qL(115)\frac{2q}{L} (1 - \frac{1}{\sqrt{5}})
d) শূন্য


2010 MAIN

১১) +Q ও -Q আধান যুক্ত দুটি ধাতব পরিবাহী পাত একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। যদি পাত সংস্থাটিকে কেরোসিন তেলের মধ্যে নিমজ্জিত করা হয়, তাহলে পাতদ্বয়ের মধ্যস্থলে ক্ষেত্র প্রাবল্য:
a) কমে যাবে
b) বৃদ্ধি পাবে
c) শূন্য হবে
d) একই থাকবে

১২) একটি ব্যাসার্ধ RR বিশিষ্ট পরিবাহী গোলকের কেন্দ্র থেকে 3R/23R/2 দূরত্বে প্রাবল্য EE। গোলকের কেন্দ্র থেকে R/2R/2 দূরত্বে প্রাবল্য হবে:
a) শূন্য
b) EE
c) E/2E/2
d) E/3E/3