Table of Contents
তড়িৎ আধান কী?
তড়িৎ আধান হল একটি মৌলিক ভৌত ধর্ম যা কুলম্ব বল সৃষ্টি করে।যে ভৌত ধর্মের জন্য কোন বস্তু অপর কোনো বস্তুর ওপর তড়িৎ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বলা হয়।
✅তড়িদাধানের প্রকারভেদ:- দুই প্রকার i)ধনাত্মক আধান(Positive charge ) এবং ii)ঋণাত্মক আধান (Negative charge) তড়িৎ আধান স্কেলার রাশি ।
✅আধানের একক :- S.Iএকক:-কুলম্ব(Coulomb ) CGS একক :- esu বা স্ট্যাট কুলম্ব (Stat coulomb ) ✅কুলম্ব ও esu এর মধ্যে সম্পর্ক :- \(1C=3\times10^9\) আধানের মাত্রা :- [T I ]...
কুলম্ব ও esu এর মধ্যে সম্পর্ক
1 কুলম্ব = 3 × 10⁹ esu...
তড়িদাবেশ কী?
তড়িদাবেশ হল বৈদ্যুতিক আধান সৃষ্টি প্রক্রিয়া
✅স্থির তড়িৎ দুটি বস্তুকে পরস্পর ঘর্ষণ করলে উভয়েই তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। ইলেকট্রনের প্রতি বেশি আসক্ত সম্পন্ন বস্তুটি ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক তড়িৎ এবং অপর বস্তুটি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক তড়িৎস্থ হয় ।অপরিবাহী পদার্থের ধর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ উৎসস্থলেই সীমাবদ্ধ থাকে ।তাই এই প্রকার তড়িৎকে স্থির তড়িৎ বলা হয়।
✅আকর্ষণ / বিকর্ষণ বল সমধর্মী তড়িৎগ্রস্থ বস্তু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তবে বিশেষ ক্ষেত্রে সমধর্মী দুটি তড়িৎগ্রস্থ বস্তু পরস্পরকে আকর্ষণ করতেও পারে ।উচ্চ তড়িৎগ্রস্থ একটি বস্তুকে সমধর্মী কিন্তু কম মাত্রায় আহিত একটি বস্তুর সামনে আনা হলে আবিষ্ট আধানের মান দ্বিতীয় বস্তুর নিজস্ব আধানের তুলনায় বেশি হলে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বলের পরিবর্তে আকর্ষণ বল কার্যকর হয়।
✅আকর্ষণ অপেক্ষায় বিকর্ষণই তড়িৎগ্রস্থতার প্রকৃষ্ট প্রমাণ। একটি তড়িৎগ্রস্ত বস্তু অপর একটি বিপরীত তড়িতধর্মী বস্তুকে আকর্ষণ করে এবং একই ভাবে একটি নিস্তড়িত বা অনাহিত বস্তুকেও আকর্ষণ করে ।তাই কেবলমাত্র আকর্ষণ বল থেকেই বলে দেওয়া যায় না বস্তুটি তড়িৎগ্রস্থ কিনা ।কেবলমাত্র সমধর্মী তড়িৎগ্রস্থ বস্তু পরস্পরকে বিকর্ষণ করে ।তাই বলা যায় আকর্ষণ অপেক্ষায় বিকর্ষণই তড়িৎগ্রস্থতার প্রকৃষ্ট প্রমাণ।
✅অহিতকরনে পরমাণুর ভরের পরিবর্তন। পরমাণু স্বাভাবিক অবস্থায় নিস্তড়িত ।এটি ইলেকট্রন গ্রহন করলে ঋনাত্মক তড়িৎগ্রস্থ এবং ইলেকট্রন বর্জন করলে ধণাত্মক তড়িৎগ্রস্থ হয়।ইলেকট্রনের ভর অতি নগণ্য। তাই পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে পরমাণুর ভরের পরিবর্তন অতি নগণ্য ।ইলেকট্রনের ভর গণ্য করা হলে পরমাণুকে ধনাত্মক তড়িৎস্থ করা হলে এর ভর হ্রাস পায় এবং ঋণাত্মক তড়িৎগ্রস্থ করা হলে এর ভর বৃদ্ধি পায় ।
✅ইলেকট্রনের আধান। একটি ইলেকট্রনের আধানের মান=\(1.6\times 10^{-19}\)কুলম্ব ।এর তুলনায় কম মানের আধান বা এর ভগ্নাংশ মানের আধান বাস্তবে সম্ভব নয় ।
✅তড়িৎ আধানের নিত্যতা সূত্র। কোন বিচ্ছিন্ন বস্তু বা বস্তু সংস্থার মোট আধানের পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। আধানের সৃষ্টি বা বিনাশ নেই ।আহিতকরণ পদ্ধতিতে ঋণাত্মক ধনাত্মক আধান কে পৃথক করা হয় মাত্র। তড়িৎ আধানের নিত্যতা সূত্রটি একটি সার্বজনীন সূত্র এর ব্যতিক্রম দেখা যায় না।...
0 Comments
Post a Comment