1.1.2মিটার লম্বা বন্দুকের নল থেকে বুলেট বের হল 640m/s গতিতে। ত্বরণ স্থির থাকলে,বুলেটটি বন্দুকের নলের মধ্যে মোটামুটি কত সময়

a)4 ms
b)40 ms
c)400 miu\ s
d)1s

2.একটি সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব t সময়ে \(s=3-4t+5t^{2}\)সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। বস্তুর প্রাথমি বেগ হল-

a) 3 unit
b) -3 unit
c) 4 unit
d) -4 unit.

3.স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো বস্তুর ত্বরণ a \(m/s^{2}\) এককে সময় t(s এককে) এর সাথে a=3t+4 সমীকরণ অনুসরন করে পরিবর্তিত হয়। বস্তুটির বেগ t=2s সময়ে হবে

a) 10m/s
b) 14m/s
c) 14 m/s
d) 26m/s

4.একটি পাথরকে স্থির অবস্থা থেকে নীচে ছেড়ে দেওয়া হল। তার গতিকালের প্রথম 3s এ সে যা পথ যায় তা শেষ 1s এ অতিক্রান্ত পথের সমান। তাহলে পাথরটির পড়তে মোট কত সময় লাগে-

a) 6s
b) 5s
c) 7s
d) 4s

5.যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্বদিকে সর্বাধিক h মিটার ছুড়তে পারে, তবে সে অনুভূমিক দিকে ওই পাথরটিকে সর্বাধিক কত দূরত্বে ছুড়তে পারবে?

a)\( \frac{h}{2} \)
b) h
c) 2h
d)3h

6.গতিশীল একটি বুলেট লক্ষ্য বস্তুর মধ্যে 30 cm প্রবেশ করায় তার গতিবেগ 50% হ্রাস পায়। এই লক্ষ্যবস্তুর মধ্যে আরও কতটা দূরত্ব অতিক্রম করার পর বুলেটটি থেমে যাবে?

a) 30cm
b) 20 cm
c) 10 cm
d) 5cm

7.একটি বস্তুকণা OX সরলরেখা বরাবর চলছে।t s সময়ে O বিন্দু থেকে কণার দূরত্ব X (মিটার এককে),X=\(37+ 27t-t^{3}\)থেকে পাওয়া যায় । কনাটি যখন স্থির অবস্থায় আসবে তখন O বিন্দু থেকে তার দূরত্ব হবে-

a) 81m
b) 91m
c) 101m
d) 111m

8.একটি বস্তু x অক্ষ বরাবর যাচ্ছে এবং কোনো সময় তার সরন হল x(t)=\( 2t^{3}-3t^{2}+4t \)(SI এককে)। তাহলে কণাটির ত্বরণ যখন শূন্য হবে তখন তার বেগ হবে-

a) 2.5m/s
b) 3.5m/s
c) 4.5m/s
d) 8.5m/s

9.একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরনে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি হবে তা হল-

a) 33%
b) 40%
c) 66%
d) 77%

10. একটি স্তম্ভের উপর থেকে আলাদা ভরের দুটি বস্তু A ও B কে একই প্রাথমিক বেগে উলম্বভাবে যথাক্রমে উপরে ও নীচে ছোঁড়া হল। ভূমি স্পর্শ করার সময় -

a) A এর বেগ > B এর বেগ
b)B এর বেগ> A এর বেগ
c) A এর বেগ = B এর বেগ
d)বেশি ভরের বস্তুটির বেগ বেশি হবে।